Beast clawing at straws - পিওর মাস্টারপিস

প্যারাসাইটের পর আরেকটা মাস্টারপিস আসলো সাউথ থেকে বলা যায়। কি নেই মুভিতে? একগাদা জনপ্রিয় মুখ, উত্তেজনায় ভরপুর রোমাঞ্চকর ঘটনাবহুল স্ক্রিপ্ট, সিনের সাথে মানানসই ব্যাকগ্রাউন্ড স্কোর, ভালো সিনেমাটোগ্রাফি। পরেরবার অস্কারে এই সিনেমা পাঠানো হলেও খুব বেশি আশ্চর্য হতে হবেনা। Ge e – C me, d ama. md -7 10 প্লট : কথায় বলে না, “লোভে পাপ, পাপে মৃত্যু”, তার চমৎকার উদাহরণ মুভিটি। একটা টাকা ভর্তি ব্যাগ নিয়েই পুরো গল্পটা। ব্যাগে ভরার আগে টাকার গল্প, ব্যাগে ভরার পরের গল্প। সাথে একরাশ মানুষের লোভী বনে যাবার গল্প। আর যেখানে লোভ আছে, সেখানে হত্যাকান্ড থাকবে না, তা কী হয়? গল্পের কিছু বললে স্পয়লারের আশংকা আছে, থ্রিলার গল্পের মোহটা নষ্ট হবে। জমজমাট উত্তেজনাপূর্ণ একটা স... আরও পড়ুন

Hitman: Agent Jun

H ma : A e Ju 2020 ‧ Ac C medy ‧ 1 50m IMD : 6.2 10 স্পেশাল সিক্রেট এজেন্ট জুন।যার ছোটবেলা থেকে স্বপ্ন কমিক চিত্র আঁকা।হঠাৎ মিশন চলা কালিন তিনি নাটকিয় ভাবে তার মৃত্যুকে নিশ্চিত করেন এজেন্ট থেকে তিনি সাধারণ জীবনযাপনে করার পরিকল্পনা করেন এবং তিনি সাকসেস হন তার নকল মৃত্যুকে সত্যিকারের রুপ দিতে । তার স্বপ্ন কমিক চিত্র আঁকা পুরন করতে সফল হন। একটি অনলাইন কমিক প্লাটফর্ম এ তার আঁকা সকল কমিক চিত্র একের পর এক মানুষ অপছন্দ করেন এবং বাজে বাজে কমেন্ট করতে থাকেন। এদিকে তার বউ বাচ্চা আছেন। বউ এর ঝারি শুনেন সব সময়। একদিন তার অতিতে ঘটে যাওয়া এজেন্ট এর জীবন নিয়ে একটা কমিক আঁকেন এবং অনিচ্ছাকিত ভাবে সেটি প্রকাশ হয় আর সেটা হিট হয়। আর তার এই অতিত জীবনি নিয়ে আঁকা কমিক এর কারণে তার জীবনে কি কি ঘটতে থাকে তা আ... আরও পড়ুন

The last samurai— যে যুদ্ধ শান্তি এনেছিল

T e la amu a — যে যুদ্ধ শান্তি এনেছিল T e La Samu a . ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত Edwa d Zw ck পরিচালিত সিনেমা। সামুরাই বলতে আসলে আমরা যা বুঝি সেই অর্থটাই বদলে দেয় এই সিনেমা, হয়তো জীবনও। মুভিটা দেখবার আগে আমার ধারণা ছিল তলোয়ারকেই সামুরাই বলে কিংবা যারা এই তরোবারি বহন করে। আসল অর্থটা আরও গভীর। বলা হয় একজন সামুরাই এর আত্মাই তার তরোবারি। তাদের আদর্শ আপনাকে নতুন এক জগত দেবে। সামুরাই মানে সেবক। শৃঙ্খলা, সুন্দর আর সত্যের। আপনি যদি ইতিহাসভিত্তিক যুদ্ধের মুভি দেখতে চান তাহলে T e La Samu a অবশ্যই দেখবেন, যুদ্ধের সেরা মুভিগুলো দেখতে চাইলেও অবশ্যই দেখবেন। আপনি অবশ্য কেবলমাত্র T m C u e এর জন্যও দেখতে পারেন। দেখতে পারেন বাইরে থেকে দেখা অন্ধকার আসলে কতখানি অন্ধকার? নাকি তারাই সূর্য ধরে রেখেছে বুকে? গল... আরও পড়ুন

ট্রেন টু বুসান - বিশ্বের সব দেশেই যে মুভির জনপ্রিয়তা

ট্রেন টু বুসান - বিশ্বের সব দেশেই যে মুভির জনপ্রিয়তা ট্রেইন টু বুসান মুভিটি পরিচালনা করেছেন ইওন সাং-হো। এত সুন্দর একটা গল্পের লেখক ছিলেন জু-সুক পার্ক। ২০১৬ সালে ট্রেইন টু বুসান মুক্তি পায় । ইন্টারনেট মুভি ডাটাবেজে এখন পর্যন্ত ১,১১,৮৫৪টি ভোটের মাধ্যেমে ৭.৫ রেটিং প্রাপ্ত হয়েছে মুভিটি। ৮.৫ মিলিয়ন বাজেটের ট্রেইন টু বুসান মুভিটি বক্স অফিসে ৯৮.৪ মিলিয়ন আয় করে। মুভির নামঃ ট্রেইন টু বুসান পরিচালকঃ ইওন সাং-হো গল্পের লেখকঃ জু-সুক পার্ক মুভির ধরণঃ একশন, হরর, থ্রিলার ভাষাঃ কোরিয়ান মুক্তির তারিখঃ ২০ জুলাই ২০১৬ আইএমডিবি রেটিংঃ ৭.৫ ১০ রান টাইমঃ ১১৮ মিনিট কোরিয়ান ইতিহাসে এ রকম Ac z m e T lle মুভ... আরও পড়ুন

H (2002) - কোরিয়ান মাস্টারপিস

H (2002) - কোরিয়ান মাস্টারপিস টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলার মেকিং এর ক্ষেত্রে কোরিয়ানদের জুড়ি মেলা ভার। ওয়েল, ডিস্টার্বিং ফিনিশিং হলেও অনেকে একবাক্যে নো মার্সিকে সেরার তালিকায় প্রথম দিকে রাখেন। নো মার্সির আগেও একই ঘরানার ডিস্টার্বিং ফিনিশিং ছাড়াও মাস্টারপিস এই ইন্ডাস্ট্রি থেকে এসেছে। তেমনই এক মাস্টারপিস ২০০২ সালের H. এক অক্ষরের এ আবার কেমন নাম? এই নামটার পিছনের ইতিহাসটাই জানবেন পুরো মুভির লাস্টে, এটাই কি বড় থ্রিল মনে হচ্ছে না? মুভির নাম: এইচ (২০০২) মুভির ধরণ: C me, lle . আইএমডিবি রেটিং: 5.9 10 অভিনয়ে: Yum Ju -a , J J - ee, C Seu -w প্লট: ২২ বছর বয়সী সিরিয়াল কিলার শিন হিউন টানা গর্ভবতী মহিলাদের হত্যা করে নিজেই এসে ধরা দেয়। এর ঠিক ১০ মাস পর থেকে শুরু হয় ... আরও পড়ুন