Hitman: Agent Jun

Hitman: Agent Jun
2020 ‧ Action/Comedy ‧ 1h 50m
IMDb: 6.2/10
স্পেশাল সিক্রেট এজেন্ট জুন।যার ছোটবেলা থেকে স্বপ্ন কমিক চিত্র আঁকা।হঠাৎ মিশন চলা কালিন তিনি নাটকিয় ভাবে তার মৃত্যুকে নিশ্চিত করেন এজেন্ট থেকে তিনি সাধারণ জীবনযাপনে করার পরিকল্পনা করেন এবং তিনি সাকসেস হন তার নকল মৃত্যুকে সত্যিকারের রুপ দিতে । তার স্বপ্ন কমিক চিত্র আঁকা পুরন করতে সফল হন। একটি অনলাইন কমিক প্লাটফর্ম এ তার আঁকা সকল কমিক চিত্র একের পর এক মানুষ অপছন্দ করেন এবং বাজে বাজে কমেন্ট করতে থাকেন। এদিকে তার বউ বাচ্চা আছেন। বউ এর ঝারি শুনেন সব সময়।
একদিন তার অতিতে ঘটে যাওয়া এজেন্ট এর জীবন নিয়ে একটা কমিক আঁকেন এবং অনিচ্ছাকিত ভাবে সেটি প্রকাশ হয় আর সেটা হিট হয়। আর তার এই অতিত জীবনি নিয়ে আঁকা কমিক এর কারণে তার জীবনে কি কি ঘটতে থাকে তা আপনাকে জানতে হলে দেখতে হবে মুভিটি।
মুভিতে ভরপুর কমেডি একশন ছিলো যা খুবই ভাল লাগার মতো। যারা কমেডি প্লাস একশন মুভি পছন্দ করেন তাদের জন্য ভালোই লাগবে।